
পাটনা, ২৬ অক্টোবর (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। তাঁর কথায়, বারবার পক্ষ পরিবর্তন করে নীতীশ নিজের ভাবমূর্তি নষ্ট করেছেন। কংগ্রেস নেতা অশোক গেহলট রবিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিহার নির্বাচন কেবল বিহারের জনগণের জন্য নয়, সমগ্র দেশের জন্য। সমগ্র দেশ বিহারের কাছ থেকে আশাবাদী। গত ২০ বছরে, নীতীশ কুমার বারবার পক্ষ পরিবর্তন করে নিজের ভাবমূর্তি নষ্ট করেছেন। এখন, তরুণরা খুবই অসন্তুষ্ট। তরুণরা পরিবর্তন চায়। আমি বিহারের জনগণকে আবেদন জানাতে চাই, আপনারা সবাই এগিয়ে আসুন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা