
ভাগলপুর, ২৬ অক্টোবর (হি.স.) : জেলাশাসক ড. নওল কিশোর চৌধুরি, সিনিয়র পুলিশ সুপার হৃদয়কান্ত সহ জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা রবিবার বারারি পুল ঘাট, কলেজ ঘাট, সিঁড়ি ঘাট ও আদমপুর ঘাট পরিদর্শন করেন নৌকায় করে।
জেলাশাসক নির্দেশ দেন, ঘাটগুলোয় পরিচ্ছন্নতা বজায় রাখা, আলোর ব্যবস্থা, পোশাক পরিবর্তনের ঘর, পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী শৌচাগার এবং পুণ্যার্থীদের সুগম যাতায়াতের পথ নিশ্চিত করার বিষয়ে।
জেলাশাসক বলেন, ছট উপবাস বিহারের আস্থা ও সংস্কৃতির প্রতীক। পুণ্যার্থীদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা, যাতে তাঁরা এই পবিত্র উৎসবটি ভালভাবে উদযাপন করতে পারেন।
তিনি আরও বলেন, ঘাটগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী, উদ্ধারকারী দল থাকবে, যাতে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ করা সম্ভব হয়। পাশাপাশি, বিপজ্জনক ও গভীর জলাশয়ের ঘাটগুলিতে সতর্কবার্তা বোর্ড লাগানোর নির্দেশও দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য