
গুয়াহাটি, ২৬ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সমস্ত ডিভিশন, ওয়ার্কশপ এবং নির্মাণ ফিল্ড ইউনিটে আগামীকাল ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ‘সতর্কতা : আমাদের যৌথ দায়িত্ব’ ভাবনায় সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন করা হবে। এই আয়োজন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-এর নির্দেশাবলী অনুসারে করা হচ্ছে। ১৮ আগস্ট থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তিনমাস ব্যাপী এক বিস্তৃত অভিযানের অংশ সতর্কতা সচেতনতা সপ্তাহ। এর লক্ষ্য সমগ্র অঞ্চলে প্রতিরোধমূলক সতর্কতা ব্যবস্থা দৃঢ় করা, রেলওয়ের কার্যপ্রণালীর সকল স্তরে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সংস্কৃতি মজবুত করা।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্ৰেস বাৰ্তায় এ খবর দিয়ে জানান, এই উদযাপন মালিগাঁওয়ে অবস্থিত এনএফ রেলওয়ের সদর কার্যালয়ের জেনারেল ম্যানেজারের দফতরের সামনে সততার শপথ পাঠের মাধ্যমে শুরু হবে। তার পর নৈতিক মূল্যবোধ এবং স্বচ্ছতাকে প্রচার করার জন্য কর্মচারী এবং জনসাধারণকে জড়িত করার জন্য একটি পথনাটক (নুক্কড় নাটক) আয়োজন করা হবে। নির্মাণ সংস্থার সদর কার্যালয়েও একই ধরনের কার্যক্রম একইসাথে আয়োজন করা হবে। সমগ্র জোন, সমস্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) তাঁদের নিজ নিজ ডিভিশনে সততার শপথবাক্য পাঠ করাবেন। এর ফলে প্রতিটি বিভাগ এবং স্তরের রেল কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত হবে।
প্রেস বার্তায় জানানো হয়েছে, সপ্তাহব্যাপী এই উদযাপনের সময় রেল কর্মচারী এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা তৈরির জন্য সমগ্র জোনে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হবে। ২৮ অক্টোবর রঙিয়া ডিভিশনে সতর্কতা-সম্পর্কিত বিষয়ের ওপর ইন্টারেক্টিভ সেশন এবং সেমিনার অনুষ্ঠিত হবে। ২৯ অক্টোবর রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কেন্দ্রীয় বিদ্যালয়, মালিগাঁও-এ কেন্দ্রীয় বিষয়বস্তুর ওপর আলোকপাত করে প্রবন্ধ লেখা, চিত্রাঙ্কন এবং পেন্টিং প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২৯ অক্টোবর জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট (জেডআরটিআই), আলিপুরদুয়ারে একটি রচনা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। ৩০ অক্টোবর নিউ গুয়াহাটি ডিজেল লোকো শেডে দুর্নীতি-বিরোধী বার্তা প্রচারের জন্য পথনাটিকা প্রর্দশন হবে। সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপনের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং পথনাটিকা উপস্থাপনার মতো কার্যক্রমগুলিকে ৩১ অক্টোবর সদর কার্যালয়ের জিএম/ভিজিল্যান্স কনফারেন্স হল-এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হবে।
এই প্রচেষ্টা সততার সংস্কৃতিকে বিকশিত করা, শাসন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং এর সকল ক্ষেত্র থেকে দুর্নীতি নির্মূল করার প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের নিরন্তর প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তার সকল কর্মচারী, অংশীদার এবং জনসাধারণের কাছে সম্মিলিত দায়িত্ব এবং নৈতিক সততার এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস