
গুয়াহাটি, ২৬ অক্টোবর (হি.স.) : আগামী ২৯ এবং ৩০ অক্টোবর অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির প্রত্যাশিত তীব্রতা থাকতে পারে মধ্য সপ্তাহে। এরই পরিপ্রেক্ষিতে কয়েকটি অঞ্চলে হলুদ সতৰ্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আইএমডি-র জারিকৃত বুলেটিনে বলা হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) কয়েকটি স্থানে হালকা এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত ছাড়া বেশ কয়েকটি অঞ্চলে আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবারও একই পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। ওইদিন বিচ্ছিন্ন পকেটে ব্যাপকভাবে পরিষ্কার আকাশ এবং সামান্য বৃষ্টিপাত হবে। তবে আবহাওয়া দফতর স্পষ্ট করেছে, আগামী দুদিনের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।
অবশ্য বুধবার থেকে বৃষ্টিপাত তীব্র হবে বলে আশা করা হচ্ছে। কারণ একাধিক জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে পূৰ্বাভাসে। সে অনুযায়ী তাওয়াং, পশ্চিম কামেং, পূর্ব কামেং, কুরুং কুমে, ক্রা দাদি, আপার সুবনসিরি, পশ্চিম সিয়াং, লোয়ার সিয়াং, লেপা রাদা, পাক্কে-কেসাং এবং নিম্ন দিবাং উপত্যকা সহ সংলগ্ন অঞ্চলগুলির জন্য 'হলুদ সতর্কতা' (সচেতনতা অবলম্বন) জারি করা হয়েছে।
আইএমডিরও ইঙ্গিত, বৃহস্পতিবার বিস্তৃত বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি বিচ্ছিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। ওই সময়ের মধ্যে বজ্রঝড় এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকাবাসীকে সতর্কতা অবলম্বন করে ঘরের বাইরে বিচরণ না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার বৃষ্টিপাতের পূর্বাভাস তাওয়াং, পশ্চিম কামেং, পূর্ব কামেং, আপার সুবনসিরি, ক্রা দাদি, পশ্চিম সিয়াং, লেপা রাদা, লোয়ার সিয়াং, পাক্কে-কেসাং, লোয়ার দিবাং উপত্যকা, পূর্ব সিয়াং, চাংলাং, তিরাপ এবং লংডিং জেলা পর্যন্ত প্রসারিত হতে পারে।
আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবারের পর পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে। আশা করা হচ্ছে সপ্তাহান্তে বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত কমে যাবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস