অসমবাসীকে ছট পূজার আন্তরিক শুভেচ্ছা রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের
গুয়াহাটি, ২৬ অক্টোবর (হি.স.) : দেবতার কাছে আত্ম-শৃঙ্খলা, আত্মবিশ্বাস, বিশ্বাস এবং প্রার্থনার উৎসব ছট পূজা উপলক্ষ্যে রাজ্যের ভক্তকুল সহ সর্বশ্রেণির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল লক্ষ্মণ
ছট পূজার শুভেচ্ছা রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের (ফাইল ফটো)


গুয়াহাটি, ২৬ অক্টোবর (হি.স.) : দেবতার কাছে আত্ম-শৃঙ্খলা, আত্মবিশ্বাস, বিশ্বাস এবং প্রার্থনার উৎসব ছট পূজা উপলক্ষ্যে রাজ্যের ভক্তকুল সহ সর্বশ্রেণির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য।

এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য বলেছেন, ছট পূজার শুভক্ষণে সমস্ত ভক্ত যাঁরা সূর্য দেবতার কাছে প্রার্থনা করতে অংশগ্রহণ করেন, তাঁদের সহ রাজ্যের সর্বশ্রেণির জনসাধারণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

বার্তায় রাজ্যপাল বলেন, ছট পূজা এমন একটি উৎসব যা বিশ্বাস, পবিত্রতা এবং ভক্তির উন্মেষ ঘটায়। যা মানুষের গভীর সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক মূল্যবোধকে প্রতিফলিত করে।

রাজ্যপাল বলেন, ‘এটি এমন একটি উদযাপন যা জীবনকে টিকিয়ে রাখতে এবং সকলকে সমৃদ্ধি ও মঙ্গল প্রদানের জন্য সূর্য দেবতা ও ছটি মাইয়াকে সম্মানিত করে। ছট পূজা সম্প্রীতি, কৃতজ্ঞতা এবং সম্মিলিত বিশ্বাসের চেতনায় সম্প্রদায়কে একত্রিত করে।’

বার্তায় লক্ষ্মণপ্রসাদ লিখেছেন, ‘আমি রাজ্যের সকল নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং প্রার্থনা করি, এই পবিত্র উৎসব যেন ঐক্যের বন্ধনকে মজবুত করে এবং সকলকে সমাজের অগ্রগতি ও কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে।’

উৎসব চলাকালীন জলাশয় এবং জনসমাগম এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করে নিরাপত্তা ও শৃঙ্খলার সাথে আচার পালন করতে ভক্তদের অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande