সোমবার হাইলাকান্দিতে ‘মুখ্যমন্ত্রীর নিযুত মইনা ২.০’-এর চেক বণ্টন
হাইলাকান্দি (অসম), ২৬ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগামীকাল সোমবার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে ‘মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্প ২.০’-এর চেক বণ্টন করা হবে। ‘মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্প ২.০’-এর চেক বণ্টন উপলক্ষ্যে হাইলাক
সোমবার হাইলাকান্দিতে ‘মুখ্যমন্ত্রীর নিযুত মইনা ২.০’-এর চেক বণ্টন


হাইলাকান্দি (অসম), ২৬ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগামীকাল সোমবার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে ‘মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্প ২.০’-এর চেক বণ্টন করা হবে।

‘মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্প ২.০’-এর চেক বণ্টন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রকল্পের জন্য নির্বাচিত ছাত্রীদের হাতে অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

‘মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্প ২.০’-এর চেক প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানগুলিতে সম্মানিত অতিথি হিসেবে জেলার বিধায়ক সহ সমাজসেবীদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। জেলার এই ৩৩টি‌ অনুষ্ঠানস্হলে গুয়াহাটিতে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্পের কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হবে বলে হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande