সোমবার থেকে হাইলাকান্দিতেও ভিজিল্যান্স সপ্তাহ
হাইলাকান্দি (অসম), ২৬ অক্টোবর (হি.স.) : আগামীকাল সোমবার থেকে হাইলাকান্দি জেলায়ও পালন করা হবে ভিজিল্যান্স সপ্তাহ। জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বিবৃতিতে এ খবর দিয়ে জানানো হয়েছে, ভিজিল্যান্স সপ্তাহের প্রথম দিন আগামীকাল ২৭ অক্টোবর সকাল ১১টায
সোমবার থেকে হাইলাকান্দিতেও ভিজিল্যান্স সপ্তাহ


হাইলাকান্দি (অসম), ২৬ অক্টোবর (হি.স.) : আগামীকাল সোমবার থেকে হাইলাকান্দি জেলায়ও পালন করা হবে ভিজিল্যান্স সপ্তাহ।

জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বিবৃতিতে এ খবর দিয়ে জানানো হয়েছে, ভিজিল্যান্স সপ্তাহের প্রথম দিন আগামীকাল ২৭ অক্টোবর সকাল ১১টায় সব সরকারি কার্যালয়ে স্বচ্ছতা ও সততার শপথ গ্রহণ করা হবে। এ বছরের সপ্তাহ ভিজিল্যান্স পালনের মূল বিষয়বস্তু ভিজিন্যান্স : আমাদের সবার ভাগ করা দায়িত্ব।

উল্লেখ্য, সরকারি উদ্যোগে আগামী ২ নভেম্বর পর্যন্ত জেলায় ভিজিল্যান্স সপ্তাহ পালন করতে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হবে। এতে সরকারি বিভাগগুলিতে স্বচ্ছতা ও সততার মাধ্যমে কর্মতৎপরতা চালিয়ে যাওয়ার পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হবে। জেলা প্রশাসন থেকে এক নির্দেশ পাঠিয়ে জেলার সব সরকারি কার্যালয়ে সরকারি উদ্যোগে সপ্তাহ পালন করতে বলা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande