
আগরতলা, ২৬ অক্টোবর (হি.স.) : “রক্তের কোনও বিকল্প নেই – একটি ফোঁটা রক্ত নতুন জীবন ও নতুন আশার জন্ম দিতে পারে।” এভাবেই রক্তদানের গভীর মানবিক তাৎপর্য তুলে ধরলেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। দক্ষিণ ইন্দ্রনগরে একটি বেসরকারি সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে যোগদান করে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্বই নয়, এটি মানবতার প্রতি এক গভীর অঙ্গীকার। তিনি রক্তদাতাদের নিঃস্বার্থ সেবার মনোভাবকে সাধুবাদ জানিয়ে বলেন, “আপনার আজকের দান করা রক্তই হয়তো আগামীকাল কারও জীবন বাঁচাবে।”
সুশান্ত চৌধুরী নাগরিকদের নিয়মিত রক্তদানকে নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, “আসুন আমরা সবাই এগিয়ে আসি—রক্তদান করি, জীবন বাঁচাই এবং পৃথিবীকে ভালোবাসা ও মানবতার আলোয় আলোকিত করি।”
ওই বেসরকারি সংস্থার এই উদ্যোগকে তিনি অনুপ্রেরণার আলোকবর্তিকা বলে উল্লেখ করেন, যা সমাজকে আরও দায়িত্বশীল ও সহানুভূতিশীল হতে উৎসাহিত করে। মন্ত্রী আয়োজক ও রক্তদাতাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সেবার এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ