চেতলায় খুনের ঘটনার পরেই ওসি বদল, জল্পনা বিভিন্ন মহলে
কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : মদ্যপানের আসরে খুনের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চেতলা থানার ওসি বদল। এত দিন এই থানার ওসি ছিলেন সুখেন্দু মুখোপাধ্যায়। তাঁর জায়গায় চেতলা থানার দায়িত্ব দেওয়া হল অমিতাভ সরখেলকে। তিনি এত দিন আলিপুর থানার অতিরিক্ত ওসি হি
চেতলায় খুনের ঘটনার পরেই ওসি বদল, জল্পনা বিভিন্ন মহলে


কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : মদ্যপানের আসরে খুনের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চেতলা থানার ওসি বদল। এত দিন এই থানার ওসি ছিলেন সুখেন্দু মুখোপাধ্যায়। তাঁর জায়গায় চেতলা থানার দায়িত্ব দেওয়া হল অমিতাভ সরখেলকে। তিনি এত দিন আলিপুর থানার অতিরিক্ত ওসি হিসাবে নিযুক্ত ছিলেন। ঘটনার পরেই চেতলা থানার ওসি পদে রদবদল নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও পুলিশের দাবি, এটি একেবারেই রুটিন বদলি। এর মধ্যে কোনও জল্পনা নেই।

শনিবার রাতে চেতলা ১৭ নম্বর বাসস্ট্যান্ডের সামনে নৃশংসভাবে এক যুবককে খুনের ঘটনা ঘটে। মৃত ওই যুবকের নাম অশোক পাসোয়ান। জানা যায়, একেবারে বাসস্ট্যান্ডের অদূরেই মদ্যপানের আসর বসেছিল। স্থানীয় কয়েকজন সেই আসরে ছিলেন বলে খবর। মদ্যপানের সময় কোনও বিষয় নিয়ে অশোকের সঙ্গে এক ব্যক্তির সঙ্গে চরম বচসা তৈরি হয়। এরপরেই একেবারে নৃশংসভাবে খুন করা হয় অশোক পাসোয়ানকে। শুধু তাই নয়, লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই অবস্থাতেই প্রায় একশো মিটার প্রাণ বাঁচাতে ছুটেছিলেন রক্তাক্ত যুবক। পরে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় চেতলা থানার পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত তিন জনকে আটকও করা হয়েছে বলে খবর। স্থানীয়দের সঙ্গে কথা বলে আসল ঘটনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মৃতের পরিবারের সঙ্গেও কথা বলছেন তাঁরা। তার মধ্যেই চেতলা থানার ওসি বদল করা হল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande