ভস্মীভূত মানালির একটি কটেজ, হতাহতের খবর নেই
শিমলা, ২৬ অক্টোবর (হি.স.) : হিমাচল প্রদেশের মানালিতে রবিবার দুপুরে একটি বেসরকারি কটেজে ভয়াবহ আগুন লাগে। আগুনে কটেজটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। কাঠের তৈরি কটেজ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুমান, ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার
ভস্মীভূত মানালির একটি কটেজ, হতাহতের খবর নেই


শিমলা, ২৬ অক্টোবর (হি.স.) : হিমাচল প্রদেশের মানালিতে রবিবার দুপুরে একটি বেসরকারি কটেজে ভয়াবহ আগুন লাগে। আগুনে কটেজটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। কাঠের তৈরি কটেজ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুমান, ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার হতে পারে। জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় কটেজে কেউ ছিলেন না, তাই প্রাণহানি এড়ানো গেছে।

জানা গেছে, কটেজটি মানালির পর্যটন ব্যবসায়ী ঋতু রাজ বর্মার। অগ্নিকাণ্ডের সময় কটেজে কেবল রক্ষী উপস্থিত ছিলেন। দুপুরে হঠাৎই কটেজ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখে আশেপাশের মানুষ এবং অন্যান্য হোটেল-কটেজের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত জানা যায়নি।

এক পুলিশ আধিকারিক জানান, তদন্ত করে দেখা হচ্ছে এবং সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে দীপাবলির রাতে মানালিতে একটি হোটেলে আগুন লেগেছিল, সেই হোটেলের উপরের তলা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। সেই ঘটনাতেও কেউ হতাহত হননি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande