
কদমতলা (ত্রিপুরা), ২৬ অক্টোবর (হি.স.) : উত্তর ত্রিপুরার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হল এক বিশেষ মহিলা স্বাস্থ্য সচেতনতা শিবির। ফুলবাড়ি আঞ্চলিক পরগনা কমিটির উদ্যোগে আয়োজিত এই শিবিরে মহিলাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ইসলাম উদ্দিন। পাশাপাশি ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মিহির নাথ এবং স্থানীয় বিশিষ্টজনেরা। অতিথিদের বক্তব্যে মহিলাদের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শিবিরে উপস্থিত অভিজ্ঞ চিকিৎসকরা মহিলাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, সঠিক জীবনযাপনের পদ্ধতি এবং প্রতিরোধমূলক যত্ন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের ব্যবস্থা করা হয়। রাজ্য ও বহিঃরাজ্যের একাধিক অভিজ্ঞ ডাক্তার এই শিবিরে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
এলাকার মহিলারা এই মহতী উদ্যোগের জন্য ফুলবাড়ি আঞ্চলিক পরগনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করার অনুরোধ জানান। সমাজের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এমন পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ