
কাকদ্বীপ, ২৬ অক্টোবর (হি. স.): কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার প্রতিবাদে রবিবার বিকেলে কাকদ্বীপের বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
মূলত কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েত এলাকায় কালী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল কাকদ্বীপ। দফায় দফায় চলতে থাকে বিক্ষোভ। পরবর্তী সময়ে পুলিশ এই ঘটনায় ওই এলাকারই এক অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। কিন্তু বিজেপির পক্ষ থেকে বারে বারে দাবি করা হয় অভিযুক্তরা এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি। প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এইদিন কাকদ্বীপে প্রতিবাদ মিছিল করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিনের এই প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, যেভাবে কাকদ্বীপে হিন্দু ধর্মের ওপর আঘাত হানা হয়েছে এবং মূর্তি ভাঙা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় তা কোনও ভাবে মানা যায় না। কাকদ্বীপের পুলিশ প্রশাসন তা ধামা চাপা দেবার চেষ্টা করছে। যেভাবে কালী মূর্তিকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে আনা হয়েছে তা কোনও দিন মানা যায় না। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল পুলিশ যাকে গ্রেফতার করেছে সে নাকি বিজেপির কর্মী, কিন্তু তার বাবাই নিজের মুখে স্বীকার করেছেন তাঁরা তৃণমূল কংগ্রেস করেন। তাই পুলিশ প্রশাসন যতদিন না নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত দোষীদের গ্রেফতার করছে ততদিন এই প্রতিবাদ আমাদের চলতেই থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা