
লোহারদাগা, ২৬ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের লোহারদাগা জেলার বিভিন্ন গ্রামে বুনোহাতির দাপট। শনিবার রাতে ভাণ্ডরা সীমান্তের সেগরা টোলি বাজারে ঢুকে এক হাতি মহুয়ার দোকানে রাখা মহুয়া নষ্ট করে দেয়। এরপর রাত প্রায় ১১টার দিকে সেই হাতি ঝাল জমিরা গ্রামের পিপরা টোলিতে পৌঁছে একজনের বাড়ি ভেঙে ঘরে রাখা শস্য খেয়ে নেয়। ঘরে ঘুমিয়ে থাকা এক ১০ বছরের বালক হাতির হানায় আহত হয়।
একই রাতে হাতি আরেকটি বাড়িতেও ভাঙচুর চালায়। পরে রবিবার ভোরে হাতিটি জঙ্গলে চলে যায়। রবিবার স্থানীয় বাসিন্দারা জানান, হাতি তাড়ানোর সময় বনকর্মী রামহরি মাহাতো খোলা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামাঞ্চলে হাতির এই তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য