
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): দিল্লির মন্ত্রী কপিল মিশ্র রবিবার দিল্লির ক্রাউন প্লাজার কাছের ছটপুজো উপলক্ষ্যে ঘাট পরিদর্শন করেন এবং ছট পুজোর প্রস্তুতি পর্যালোচনা করেন। তিনি বলেন, আমি এখানে ঘাটের প্রস্তুতি পর্যালোচনা করতে এসেছি এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের দ্রুত কিছু ব্যবস্থা করতে হবে। যদি আমরা গত বছরের সঙ্গে যমুনার তুলনা করি, তাহলে বিশাল পার্থক্য দেখা যাচ্ছে। গত ৭ বছর ধরে, পূর্বাঞ্চলের মানুষকে যমুনায় ছট উদযাপন করতে বাধা দেওয়া হচ্ছে। কেন তাদের বাধা দেওয়া হয়েছিল? অরবিন্দ কেজরিওয়ালের উত্তর দেওয়া উচিত। আমরা কখনও দাবি করিনি যে, যমুনা পরিষ্কার অথবা এর জল পানযোগ্য। কিন্তু ছট পুজো করা যেতে পারে।
দিল্লির মন্ত্রী কপিল মিশ্র আরও বলেন, আমরা এখানে বাসুদেব ঘাটে ছট পুজোর প্রস্তুতি পর্যালোচনা করতে এসেছি। দিল্লি সরকার একটি জমকালো ছট উৎসবের প্রস্তুতি নিয়েছে। পূর্ববর্তী সরকার যমুনা ঘাটে ছটপুজো নিষিদ্ধ করেছিল, কিন্তু এবার যমুনা ঘাটে ছট পূজা করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা