
হরিদ্বার, ২৬ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উদ্যোগে রাজাজি জাতীয় উদ্যান সংরক্ষিত বনাঞ্চলে একাধিক উন্নয়নমূলক প্রকল্প অনুমোদিত হয়েছে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের ৮৫–তম বৈঠকে। এর মধ্যে হরিদ্বারের মনসা দেবী মন্দির পাহাড়ের সংরক্ষণ এবং পদযাত্রা পথের পুনর্নির্মাণের প্রকল্পও অন্তর্ভুক্ত।
জানা গেছে, প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে মনসা দেবী মন্দিরের পদযাত্রা পথের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাশাপাশি পাহাড় থেকে ভীমগোড়া এলাকায় বারবার ধস নামার ঘটনাও ঘটেছে। মনসা দেবী মন্দির যে পাহাড়ে অবস্থিত, সেটি রাজাজি জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলের অংশ হওয়ায় জেলা প্রশাসন জাতীয় বন্যপ্রাণী বোর্ডের কাছে অনুমতির আবেদন করেছিল।
কেন্দ্রের অনুমোদন মেলার পর জেলা শাসক ময়ূর দীক্ষিত সেচ দফতরকে দ্রুত ও মানসম্মতভাবে পথ পুনর্নির্মাণ ও মেরামতির কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন, যাতে দর্শনার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়।
জেলাশাসক বলেন, “মনসা দেবী হরিদ্বারের পরিচয়, তাই এই এলাকা সংরক্ষণ প্রশাসনের অগ্রাধিকার।” সেচ দফতরের নির্বাহী প্রকৌশলী ওমজি গুপ্ত জানান, পদযাত্রা পথের পুনর্নির্মাণ ও পাহাড় সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার ১ কোটি ৫৬ লক্ষ ৪৮ হাজার টাকার প্রকল্প অনুমোদন করেছে। জেলাশাসকের নির্দেশে ইতিমধ্যেই হিল ট্রিটমেন্ট এবং পাহাড়ের কাটাভাঙা রোধে নির্মাণকাজ শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য