
আগরতলা, ২৬ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার প্রতিটি মানুষের উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান মনোযোগ দিয়ে শোনা এবং সেখানে বলা অনুপ্রেরণামূলক বক্তব্য মেনে চলা। এর মাধ্যমে ভারতকে বিশ্ব গুরুতে পরিণত করার কাজে শামিল হওয়া যায়—এমনই মত প্রকাশ করলেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলার বনমালীপুর বিধানসভার ৪নং বুথে কার্যকর্তাদের নিয়ে এই অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ ও কার্যকর্তারা। সবাই মনযোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
অনুষ্ঠান শেষে নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য নিরলস কাজ করে চলেছেন। তিনি ‘লুক ইস্ট’ নীতিকে বদলে ‘অ্যাক্ট ইস্ট’ নীতি গ্রহণ করেছেন, যার সুফল ত্রিপুরাসহ সমগ্র উত্তর-পূর্ব পাচ্ছে। তাই দেশের প্রতিটি নাগরিকের উচিত প্রধানমন্ত্রী যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করা ও ভারতকে বিশ্ব গুরুতে পরিণত করার কাজে শামিল হওয়া।”
ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এদিন ‘মন কি বাত’ শোনার পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের মন্ত্রী, দলীয় নেতা ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ