
আগরতলা, ২৬ অক্টোবর (হি.স.) : আমতলি থানার অন্তর্গত রানীরখামার ঝরঝরিয়া এলাকায় গৃহবধূ হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ভোরে স্ত্রী আদরী সরকারকে নৃশংসভাবে খুন করার অভিযোগে আটক করা হয়েছে স্বামী সেন্টু সরকারকে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টু সরকার দীর্ঘদিন ধরেই প্রায় অকারণে স্ত্রীকে শারীরিক নির্যাতন করত। শনিবার রাতেও দু’জনের মধ্যে ঝগড়া হয়। রবিবার ভোরে স্থানীয়রা বাড়ির বাইরে আদরী সরকারের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এবং সেন্টু সরকারকে আটক করে।
খবর পেয়ে আমতলি থানার ওসি পরিতোষ দাস, পুলিশ ও টিএসআর বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক এবং আমতলির এসডিপিও পারমিতা পাণ্ডেও ঘটনাস্থলে আসেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত সেন্টু সরকারকে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পর আদরী সরকারের মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত স্বামী সেন্টু সরকারকে সোমবার আদালতে পেশ করা হবে বলে থানা সূত্রের তথ্য।
এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা ঝরঝরিয়া এলাকায় শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে। এলাকাবাসীরা দাবি করেছেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ