
লখনউ, ২৬ অক্টোবর (হি.স.): দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন মা। এমন অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের সেমরি গ্রামে। ঘটনাটি ঘটেছে শনিবার| পুলিশের দাবি, আত্মঘাতী সঙ্গীতা মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ৩ বছর ও ১৪ মাসের দুই শিশু সন্তানের মুখে কাপড় গুঁজে তাদের হত্যা করেন ওই মহিলা। পরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না মৃতার স্বামী। পরে তিনি জানান, শনিবারই বাবার বাড়ি থেকে ফিরেছিলেন তাঁর স্ত্রী। দেহগুলি ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ