
হাপুর, ২৬ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার হাপুরে গড়মুক্তেশ্বর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন। তিনি আকাশপথে গড়মুক্তেশ্বর মেলার প্রস্তুতি পর্যালোচনা করেন। নিজ সবকিছু খুঁটিয়ে দেখেন। পরে গঙ্গার তীরে পূজার্চনাও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাপুরে গঙ্গা নদীর তীরে পূজার্চনা ও প্রার্থনা করেন।
উল্লেখ্য, গড়মুক্তেশ্বরে অনুষ্ঠিত কার্তিক পূর্ণিমা মেলার মূল স্নান ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। জেলা পঞ্চায়েত মেলায় প্রায় ৩০ লক্ষ ভক্তের আসার সম্ভাবনার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করছে। গঙ্গা মেলার জন্য প্রধান রুট, ব্যারিকেড এবং পুলিশ লাইনের কাজ প্রায় সম্পন্ন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা