
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : রনজি ট্রফি ক্রিকেটে ইডেনে চালকের আসনে বাংলা দল। দ্বিতীয় খেলায় জিততে মরিয়া এবং বাংলা দল পুরোদমে লড়াইয়ে রয়েছে। তৃতীয় দিনে আলো কম থাকায় বেশ আগেই খেলা শেষ হয়েছে। শাহবাজ আহমেদ ও সুদীপ ঘরামি এদিনের খেলায় সেরা পারফরম্যান্স তুলে ধরে। দ্বিতীয় ইনিংসে বাংলার সুদীপ ফের দ্বিতীয় (৫৪) অর্ধ শতরানের ইনিংস উপহার দিয়েছে। সেইসঙ্গে অনুষ্টুপ মজুমদার ৪৪ রানে অপরাজিত রয়েছে। মহম্মদ শামি ও এদিন বল হাতে আক্রমণ শানিয়েছেন। ৩টি উইকেট তুলে নিয়েছে ৪৪ রানে। এদিকে, বাংলা দলের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ - ৬ উইকেটে ১৭০ রান। এ পর্যন্ত ২৮২ রানে গুজরাটের চেয়ে এগিয়ে বাংলা দল। তাদের যদিও হাতে আরও ৪ টি উইকেট। ইডেনে আগামীকাল মহারণ। রঞ্জি ট্রফির দ্বিতীয় খেলায় চতুর্থ ও শেষ দিনে বাংলা দল ঘরের মাঠেই জয় তুলে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। তাছাড়া গুজরাটের ব্যাটিংয়ের দিকেই বরং মঙ্গলবার তাকিয়েই থাকতে হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত