
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : কর্নেল সি কে নাইড়ু ট্রফিতে বাংলা ও হরিয়ানা মুখোমুখি হয়েছে। সোমবার সুলতানপুরের মাঠে দ্বিতীয় দিনের খেলায় বাংলা দলের সংগ্রহ - ৫/১৭৮ রান। এর আগে হরিয়ানা দল প্রথম ব্যাটিং করে। বাংলা দলের বিরুদ্ধে তাদের দলগত স্কোর - ২৫৫ রান। উল্লেখ্য, বাংলার অধিনায়ক শশাঙ্ক সিংহের নেতৃত্বেই এগিয়ে চলেছে দল। অপরাজিত ৬৪ রানের দুর্দান্ত ইনিংস সে উপহার দিয়েছে। ওই খেলায় ইনিংসে যোগ্য সঙ্গত করেছে আয়ূশ কমার সিং - (৪৯) ব্যাক্তিগত রান সংগ্রহ করেছে। যদিও এর আগে বোলারদের তরফেও দিলসাদ খান ৪ টি উইকেট ৩৬ রানে এবং রবি কুমার ৪টি উইকেট ৪৯ রানে তুলেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত