মহিলা অনূর্ধ্ব ১৯, টি - টোয়েন্টি ক্রিকেটে ১৭ রানে জয়ী বাংলা, নাগপুরে হিমাচল প্রদেশের পরাজয়
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ১৯, টি - টোয়েন্টি''তে হিমাচল প্রদেশকে ১৭ রানে হারিয়ে জিতল বাংলা দল নাগপুরে। এদিকে, সোমবার এই নিয়ে টানা দ্বিতীয় জয় বাংলার। প্রথম ব্যাটিংয়ে বাংলা দলের সংগ্রহ - ৬ ৭ উইকেটে ১০৮ রান। তৃষিতা সরকার - (৩৭) র
মহিলা অনূর্ধ্ব ১৯, টি - টোয়েন্টি ক্রিকেটে ১৭ রানে জয়ী বাংলা, নাগপুরে হিমাচল প্রদেশের পরাজয়


কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ১৯, টি - টোয়েন্টি'তে হিমাচল প্রদেশকে ১৭ রানে হারিয়ে জিতল বাংলা দল নাগপুরে। এদিকে, সোমবার এই নিয়ে টানা দ্বিতীয় জয় বাংলার। প্রথম ব্যাটিংয়ে বাংলা দলের সংগ্রহ - ৬ ৭ উইকেটে ১০৮ রান। তৃষিতা সরকার - (৩৭) রান সর্বাধিক। এছাড়াও জাহ্নবী পাসোয়ান এর অপরাজিত - ১৬ রান উল্লেখযোগ্য। এর জবাবে খেলতে নামার পর বাংলার বোলারদের সামলাতে হিমসিম খেয়েছে হিমাচল প্রদেশ। ৯১ রান এই দলের সকলেই আউট হয়েছে। বাংলা দলের তিন বোলার জন্য - প্রতিভা মান্ডি, স্নিগ্ধা বাগ ও দিয়া নন্দী প্রত্যেকে দুইটি করে উইকেট তুলেছে। এর পাশাপাশি জাহ্নবী ও এদিন মাঠে একটি উইকেট সংগ্রহ করেছে নিজের ঝুলিতেই।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande