
এমিরেটস, ২৭ অক্টোবর (হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে একদিকে জয়ের ধারা অব্যাহত রাখল আর্সেনাল আর অপরদিকে, দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার সিটি হেরে গেল অ্যাস্টন ভিলার কাছে।
এমিরেটস স্টেডিয়ামে ৩৯ মিনিটে আর্সেনালের হয়ে গোলটি করেন প্রাক্তন ক্রিস্টাল প্যালেসের ফুটবলার এজে। চলতি মরসুম শুরুতে এই প্রথম প্যালেসের হয়ে খেলেছেন এজে।
ম্যাচে আধিপত্য ছিল আর্সেনালেরই। ৬০ শতাংশ বল দখলের পাশাপাশি ১০টি শট নিয়েছে গানাররা। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আর্তেতার দল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২২।
মরসুমের শুরুতে হারের বৃত্তে থাকা ভিলা লিগে শেষ চার ম্যাচে জয় পেল। রবিবার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে তারা। ম্যাচের ১৯ মিনিটে ম্যাটি ক্যাশ গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এই গোল চেষ্টা করেও আর শোধ করতে পারেনি সিটি।
এই হারে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে নেমে গেল তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি