বেলদায় কালী মন্দিরের কাছে দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর (হি.স.) : রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কালী মন্দিরের কাছে একটি প্রসাদের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রাত ১১টার দিকে বেশিরভাগ দোকান বন্ধ থাকা অবস্থায় আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষ
বেলদায় কালী মন্দিরের কাছে দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড


পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর (হি.স.) : রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কালী মন্দিরের কাছে একটি প্রসাদের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রাত ১১টার দিকে বেশিরভাগ দোকান বন্ধ থাকা অবস্থায় আগুন লাগে।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বেলদা থানায় খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং খড়গপুর থেকে দমকল বাহিনীকে ডাকা হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুলিশকে শাটার ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়। পরে দমকলকর্মী, বেলদা পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কালী মন্দিরের প্রধান পুরোহিতের মালিকানাধীন দোকানটিতে প্রসাদ ও পূজার সামগ্রী বিক্রি হত। আগুনে পুরো জিনিসপত্র পুড়ে যায়। দোকান মালিকের মতে, প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

প্রাথমিক তদন্তে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে শর্ট সার্কিটকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এই ঘটনায় কালী মন্দির চত্বর এবং আশেপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande