তেলিয়ামুড়ায় সন্দেহভাজন দুই ব্যক্তি আটক, এলাকায় উত্তেজনা
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৭ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট এলাকায় দুই সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহের ভিত্তিতেই এ ঘটনা সামনে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোম
দই ব্যক্তি আটক


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৭ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট এলাকায় দুই সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহের ভিত্তিতেই এ ঘটনা সামনে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালবেলা দশমীঘাটে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীরা তাদের আটক করে পরিচয় জানতে চান। তারা প্রাথমিকভাবে নিজেদের অসমের বাসিন্দা বলে দাবি করলেও কথাবার্তা ও আচরণে সন্দেহ বাড়তে থাকে। পরে স্থানীয়রা ঘটনাটি তেলিয়ামুড়া থানাকে জানান।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। আটক হওয়ার সময় তারা দাবি করেন, মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহ করতে এসেছেন। তবে প্রশ্নের উত্তরে তারা কোনও বৈধ পরিচয়পত্র, সরকারি নথি অথবা অনুমতিপত্র দেখাতে না পারায় সন্দেহ আরও গভীর হয়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, তারা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের নাগরিক হতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করেনি পুলিশ। তেলিয়ামুড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দু’জনের পরিচয় যাচাই ও নাগরিকত্ব নিশ্চিত করতে তদন্ত চলছে। তদন্তের পরই জানা যাবে তারা সত্যিই বাংলাদেশের নাগরিক কিনা, নাকি অসমের বাসিন্দা।

অপরিচিত দুই ব্যক্তিকে আটক করার ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। পুলিশের পরবর্তী পদক্ষেপের ওপর এখন সকলের দৃষ্টি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande