খোয়াইয়ের মন্দিরে বাংলাদেশি তরুণীকে বিয়ে, পুলিশের অভিযানে আটক দম্পতি
খোয়াই (ত্রিপুরা), ২৭ অক্টোবর (হি.স.) : খোয়াইয়ের ঘিলাতলী মন্দিরে পুরোহিতের নজর এড়িয়ে এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করে মহাদেবটিলায় লুকিয়ে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ ওই নবদম্পতিকে আটক করে সুভ
ত্রিপুরা পুলিশ


খোয়াই (ত্রিপুরা), ২৭ অক্টোবর (হি.স.) : খোয়াইয়ের ঘিলাতলী মন্দিরে পুরোহিতের নজর এড়িয়ে এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করে মহাদেবটিলায় লুকিয়ে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ ওই নবদম্পতিকে আটক করে সুভাষ পার্ক আউট পোস্টে নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক মন্দিরে গোপনে বিয়ের আয়োজন করেন এবং বিয়ের পর নববধূকে নিয়ে মহাদেবটিলায় আশ্রয় নেন। অভিযোগ উঠেছে, মেয়েটি বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ করেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, এ ধরনের ঘটনা দেশের নিরাপত্তা এবং সীমান্ত নজরদারির উপর প্রশ্ন তুলছে। পুলিশ পুরো ঘটনার বৈধতা, তরুণীর নথিপত্র ও সীমান্ত অতিক্রমের পদ্ধতি খতিয়ে দেখছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও উদ্বেগ— দুটোই বেড়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande