হাইলাকান্দিতে ‘নিযুত মইনা ২.০’-এর ৬,৯২৪ জন ছাত্ৰীকে চেক বণ্টন
হাইলাকান্দি (অসম), ২৭ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় আজ সোমবার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬,৯২৪ জন ছাত্রীর মধ্যে মুখ্যমন্ত্রীর ‘নিযুত মইনা প্রকল্প’-এর চেক বণ্টন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে
নিযুত মইনা ২.০-এর উপকৃত এক ছাত্রীর হাতে চেক তুলে দেওয়ার মুহূর্ত


হাইলাকান্দি (অসম), ২৭ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় আজ সোমবার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬,৯২৪ জন ছাত্রীর মধ্যে মুখ্যমন্ত্রীর ‘নিযুত মইনা প্রকল্প’-এর চেক বণ্টন করা হয়েছে।

এ উপলক্ষ্যে জেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে এই প্রকল্পের জন্য নির্বাচিত ছাত্রীদের হাতে নির্ধারিত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। চেক প্রদান উপলক্ষ্যে অনুষ্ঠানগুলিতে সম্মানিত অতিথি হিসেবে জেলার বিধায়ক সহ সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

হাইলাকান্দি শহরের এসএস কলেজের অনুষ্ঠানে বিধায়ক জাকির হোসেন লস্কর, জেলা কমিশনার অভিষেক জৈন, এডিসি ত্রিদিব রায়, বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী এবং অধ্যক্ষ ড. রতন কুমার অংশগ্রহণ করেছেন। জেলার ওই ৩৩টি‌ অনুষ্ঠানস্হলে গুয়াহাটিতে আয়োজিত প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করে দেখানো হয়।

উল্লেখ্য, দ্বিতীয় সংস্করণের এই প্রকল্পে জেলার উচ্চ মাধ্যমিক স্তরে ৪,৩৫৩ জন ছাত্রী, স্নাতক স্তরে ২,৫৪৭ জন ছাত্রী এবং বি.এড স্তরে মোট ২৪ জন ছাত্রী এই প্রকল্পে উপকৃত হয়েছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande