সতর্কতা ও সচেতনতা সপ্তাহের শপথ গ্রহণ এনএফ রেলের
গুয়াহাটি, ২৭ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে আজ সতর্কতা এবং সচেতনতা সপ্তাহ পালন শুরু হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব এনএফ রেলের সদর দফতর কমপ্লেক্সে সততার শপথবাক্য পাঠ করিয়েছেন। অন্যদিকে উত্ত
শপথবাক্য পাঠ করাচ্ছেন এনএফ রেলের জিএম চেতনকুমার শ্রীবাস্তব


পথনাটিকার এক মুহূর্ত


গুয়াহাটি, ২৭ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে আজ সতর্কতা এবং সচেতনতা সপ্তাহ পালন শুরু হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব এনএফ রেলের সদর দফতর কমপ্লেক্সে সততার শপথবাক্য পাঠ করিয়েছেন। অন্যদিকে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ)-এর চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অঞ্জনী কুমার মালিগাঁওয়ে অবস্থিত জেনারেল ম্যানেজার (নির্মাণ) অফিস প্রাঙ্গণে শপথবাক্য পাঠ করিয়েছেন। সমস্ত ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের পাশাপাশি সমগ্র উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পরিবারের আধিকারিক ও কর্মচারীরাও সততার শপথবাক্য পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আজ সোমবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, নৈতিক মূল্যবোধ প্রচার এবং স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তোলার জন্য কর্মচারী এবং জনসাধারণকে জড়িত করতে উভয় স্থানে পথনাটক (নুক্কড় নাটক)-এর আয়োজন করা হয়।

শপথবাক্যের মূল মন্ত্র হলো সকল ক্ষেত্রে সততা এবং স্বচ্ছতা নিয়ে আসা। যার ফলে কর্ম পরিবেশ সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি নির্মূল হয়ে যায়। ২০২৫-এর এই সচেতনতা সপ্তাহের মূল বিষয়বস্তু হবে ‘সতর্কতা : আমাদের যৌথ দায়িত্ব’। সপ্তাহব্যাপী এই অভিযানটি ২ নভেম্বর সমাপ্ত হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande