
হাইলাকান্দি (অসম), ২৭ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায়ও আজ সোমবার থেকে ভিজিল্যান্স সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহ পালনের প্রথম দিবস আজ জেলার সরকারি কার্যালয়গুলিতে স্বচ্ছতা ও সততার শপথ গ্রহণ করা হয়।
কেন্দ্রীয়ভাবে জেলা কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে এদিন সকাল ১১টায় সব আধিকারিক এবং কর্মচারীরা সমবেতভাবে স্বচ্ছতা ও সততার শপথ গ্রহণ করেছেন। এডিসি লাইরহলু খেনতের পরিচালনায় আধিকারিক ও কর্মচারীরা সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও সততা বজায় রাখতে পুনরায় অঙ্গীকারাব্ধ হয়েছেন। এ বছরের সপ্তাহ পালনের মূল বিষয়বস্তু, ভিজিন্যান্স : আমাদের সবার ভাগ করা দায়িত্ব।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর পর্যন্ত জেলায় এই সপ্তাহ পালন করতে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হবে সরকারি উদ্যোগে। এতে সরকারি বিভাগগুলিতে স্বচ্ছতা ও সততার মাধ্যমে কর্মতৎপরতা চালিয়ে যাওয়ার পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হবে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস