
শ্রীভূমি (অসম), ২৭ অক্টোবর (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আজ সোমবার মুখ্যমন্ত্রীর ‘নিযুত মইনা প্রকল্প ২.০’-এর চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রাজ্যের মীন, পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত (পিএমজিএসওয়াই) বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি বিধানসভার অন্তর্গত সোনাখিরার স্বামী বিবেকানন্দ কলেজে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের চেক বিতরণ করেছেন।
অনুষ্ঠানে সহকারী আয়ুক্ত রংবামন তেরন এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, এদিন জেলায় ৪২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং বাকি সাতটি মহাবিদ্যালয়েও ছাত্রীদের এই প্রকল্পের সুবিধা প্রদান করা হয়।
অনুষ্ঠানগুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক গুয়াহাটিতে অনুষ্ঠিত চেক বিতরণ কার্যক্রমের কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। এদিন শ্রীভূমিতে অবস্থিত রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে এডিসি অমৃতপ্রভা দাস, করিমগঞ্জ কলেজে সার্কল অফিসার জাগৃতি কালোয়ার, রামকৃষ্ণনগর কলেজে সম-জেলা আয়ুক্ত নিলোৎপল পাঠক, নীলমণি এইচএস স্কুলে এডিসি আনিস রসুল মজুমদার, বদরপুর এনসি কলেজে সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম, পাথারকান্দি কলেজে সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা, আসিমিয়া এইচএস স্কুলে সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর, বালিপিপলা এইচএস স্কুলে সার্কল অফিসার অদিতি নুনিসা, মহাবীর পাবলিক এইচএস স্কুলে সহকারী আয়ুক্ত রূপক মজুমদার, ধুপনপুর ট্রাইবাল এইচএস স্কুলে সার্কল অফিসার সৌভিক দত্ত, বোধন এইচএস স্কুলে সহকারী আয়ুক্ত মানস প্রতিম বংজং, সিভিপি এইচএস স্কুলে সার্কল অফিসার জনাথন ভাইপেই, নিলামবাজার কলেজে ইলেকশন অফিসার রৌসিনুল আলম, এসভি বিদ্যানিকেতন এইচএস স্কুলে সার্কল অফিসার বিপ্লব শর্মা বরদলৈ, গান্ধাই এইচএস স্কুলে সার্কল অফিসার রুথি ওয়াজ সেলাটে প্রমুখ এবং বাকি শিক্ষা প্রতিষ্ঠানেও প্রশাসনিক ও শিক্ষা বিভাগের আধিকারিকরা আনুষ্ঠানিকভাবে ‘নিযুত মইনা প্রকল্প ২.০’-এর চেক প্রদান করেন।
এদিন জেলায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫,৪৮৭ জন ছাত্রী এবং স্নাতক স্তরে ৪,৫৩১ জন ছাত্রীকে এই চেক প্রদান করা হয়েছে। উল্লেখ্য, উচ্চ শিক্ষায় ছাত্রীর ভর্তি বৃদ্ধি, বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোরী অবস্থায় মাতৃত্বের হার হ্রাস, আবেগিক মানসিক ও শারীরিকভাবে পরিপক্ক না হওয়া পর্যন্ত মেয়েদের বিবাহ প্রতিরোধ এবং শিশু শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষার অধিকার সুনিশ্চিত করতে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। এর অধীনে সরকারি ও সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের প্রতিমাসে একাদশ শ্রেণি থেকে ১,০০০ টাকা, স্নাতক প্রথম বর্ষ থেকে ১,২৫০ টাকা এবং স্নাতকোত্তর স্তরে ২,৫০০ টাকা করে বছরে দশ মাসের জন্য প্রদান করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস