দুর্গাপুর বার অ্যাশোসিয়েশন নির্বাচন ঘিরে সরগরম আদালত চত্ত্বর
দুর্গাপুর, ২৭ অক্টোবর (হি. স.) : মডেল আদালত ভবন উদ্বোধন হলেও কাজ এখনও অসম্পূর্ণ। এই ইস্যুকে সামনে রেখে দুর্গাপুর আদালতের বার অ্যাশোসিয়েশন নির্বাচনকে ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। কে হবে সভাপতি—এই প্রশ্নে নির্বাচনের আগে আইনজীবিদের লড়াই তুঙ্গে। প
দুর্গাপুর বার অ্যাশোসিয়েশন নির্বাচন ঘিরে সরগরম আদালত চত্ত্বর


দুর্গাপুর, ২৭ অক্টোবর (হি. স.) : মডেল আদালত ভবন উদ্বোধন হলেও কাজ এখনও অসম্পূর্ণ। এই ইস্যুকে সামনে রেখে দুর্গাপুর আদালতের বার অ্যাশোসিয়েশন নির্বাচনকে ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। কে হবে সভাপতি—এই প্রশ্নে নির্বাচনের আগে আইনজীবিদের লড়াই তুঙ্গে।

প্রসঙ্গত, দুর্গাপুর আদালতে প্রায় ১৪০০ আইনজীবি রয়েছেন। এর মধ্যে ভোটার সদস্য সংখ্যা ৯২৪। তিন বছর অন্তর অনুষ্ঠিত হয় ২৬ আসনের এই বার অ্যাশোসিয়েশন নির্বাচন। এবারে ৯৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যেখানে সভাপতি পদে চারজন এবং সম্পাদক পদে দুজন মনোনয়ন জমা দিয়েছেন।

সভাপতি পদে প্রার্থী সঞ্জীব কুন্ডু সাংবাদিক সম্মেলনে বলেন, “বন্ধুত্বপূর্ণ লড়াই, রাজনৈতিক রঙ নেই। ৫৬ দফা প্রতিশ্রুতির সঙ্গে আইনজীবিদের উন্নয়নে কাজ করব। নতুন আদালত ভবন উদ্বোধন হলেও কাজ অসম্পূর্ণ। স্ট্যাম্প পেপার সংকট ও ভেন্ডারের সমস্যা সমাধান করা হবে। এছাড়া হাইকোর্টের সার্কিট বেঞ্চ, ডিজিটাল লাইব্রেরি এবং জুনিয়ার আইনজীবিদের জন্য সুস্থ পরিবেশের ব্যবস্থা করা হবে।”

পূর্ব সভাপতি ও সভাপতি পদপ্রার্থী দেবব্রত সাঁই মন্তব্য করেছেন, “আর্থিক প্রভাবিত করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ছয়বার নির্বাচিত হয়ে দুবার সভাপতি হয়ে আমি মডেল আদালত ভবন করতে পেরেছি। নতুন ও পুরোনো প্রজন্মের যোগ্য আইনজীবিদের নেতৃত্বে স্বীকৃতি দেওয়া হবে।” নির্বাচন আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande