আলফা (স্বা)-এর মতো অসমে শীঘ্রই নিষিদ্ধ হতে পারে ‘বীর লাচিত সেনা’, ঘোষণা মুখ্যমন্ত্ৰীর
গুয়াহাটি, ২৭ অক্টোবর (হি.স.) : আলফা (আই)-এর মতো অসমে খুব শীঘ্রই নিষিদ্ধ হতে পারে ‘বীর লাচিত সেনা’। ঘোষণা করেছেন সংগঠনের কার্যকলাপে উদ্বিগ্ন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্ৰীর হুঁশিয়ারি, কোনওভাবেই ‘লাচিত সেনা’র উচ্ছৃঙ্খলতা সহ্য করা হবে
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ২৭ অক্টোবর (হি.স.) : আলফা (আই)-এর মতো অসমে খুব শীঘ্রই নিষিদ্ধ হতে পারে ‘বীর লাচিত সেনা’। ঘোষণা করেছেন সংগঠনের কার্যকলাপে উদ্বিগ্ন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্ৰীর হুঁশিয়ারি, কোনওভাবেই ‘লাচিত সেনা’র উচ্ছৃঙ্খলতা সহ্য করা হবে না।

‘বীর লাচিত সেনা’র সর্বশেষ এবং সাম্প্রতিককালের কিছু কাৰ্যকলাপে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা। রাজ্যের বিভিন্ন প্ৰান্তে সংগঠনটির একাংশ সদস্য গুণ্ডামি, তোলাবাজের মতো কাণ্ডকারখানায় চটেছেন মুখ্যমন্ত্ৰী। তাই আজ মুখ্যমন্ত্ৰী স্পষ্ট করে বলেছেন, আলফা স্বাধীন-এর মতো সংগঠনকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, প্ৰয়োজন হলে তেমনই বীর লাচিত সেনাকেও নিষিদ্ধ করবে সরকার।

মুখ্যমন্ত্ৰী বলেন, রাজ্যের ব্যবসায়ীদের শান্তিতে থাকতে দিচ্ছে না এরা। গত প্রায় দু মাস ধরে এরা ব্যবসায়ীদের খুব অত্যাচার করছে। মোটা অঙ্কের টাকা দাবি, নানা সময় মাপপিট, গুণ্ডামি করে সংগঠনের একাংশ সদস্য নষ্ট করছে রাজ্যের পরিবেশ। মুখ্যমন্ত্ৰী সাফ জানিয়েছেন, কোনওভাবেই এ সব উচ্ছৃঙ্খলতা সহ্য করা হবে না।

পাশাপাশি নাম না ধরে ‘বীর লাচিত সেনা’র নেতা ‘বিকাশ অসম’-এর বিরুদ্ধে পুলিশ কঠোর হবে বলেও হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব। তিনি বলেন, ‘গতকাল লাচিত সেনার এক সদস্য রাজ্যের মা-বোনদের নিয়ে যে মন্তব্য দিয়েছে, তার জন্য ওই সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আমি পুলিশকে নিৰ্দেশ দিয়েছি।’

প্রসঙ্গত, বিকাশ অসম নামের ‘বীর লাচিত সেনা’র এক সদস্য জনৈক ইউটিউবারকে সাক্ষাৎকার দিতে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপক রাজ্যের মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যের প্ৰতিক্ৰিয়া সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে। এর পরই মুখ্যমন্ত্ৰী আজ বলেন, বীর লাচিত সেনার এক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণ করতে কড়া নিৰ্দেশ দিয়েছেন তিনি।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল রবিবার রাত প্রায় ৯:৩০টার দিকে বেলতলার বাসিন্দা ব্যবসায়ী জনৈক রাহুল মিশ্রকে অজ্ঞাতপরিচয় ১০-১৫ জন যুবক অপহরণ করেছিল। রাহুলের কাছে মুক্তিপণ বাবদ ২০ লক্ষ টাকা দাবি করেছিল অপহরণকারীরা। তবে রাতেই গুয়াহাটি মহানগরের দিশপুর থানার পুলিশ অত্যন্ত ক্ষিপ্ৰতার সঙ্গে অভিযান চালিয়ে অপহরণকারীদের কবজা থেকে উদ্ধার করেছে অপহৃত রাহুল মিশ্রকে। পাশাপাশি অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে ‘বীর লাচিত সেনা’-র আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande