ছট উৎসবে মাছ-মাংসের দোকান বন্ধ রাখার অনুরোধ বিজেপির, পাল্টা আসরে তৃণমূল-সিপিএম
দুর্গাপুর, ২৭ অক্টোবর ( হি. স.) : ছট পুজো উপলক্ষে অন্ডাল এলাকায় মাছ-মাংসের দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল স্থানীয় সনাতনী ও বিজেপি কর্মীরা। দুই দিনের জন্য উৎসবের পথে পবিত্রতা বজায় রাখার জন্য এই আবেদন করা হয়েছিল। তবে সোমবার সকালে পাল্টা আসরে তৃণম
ছট উৎসবে মাছ-মাংসের দোকান বন্ধ রাখার অনুরোধ বিজেপির, পাল্টা আসরে তৃণমূল-সিপিএম


দুর্গাপুর, ২৭ অক্টোবর ( হি. স.) : ছট পুজো উপলক্ষে অন্ডাল এলাকায় মাছ-মাংসের দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল স্থানীয় সনাতনী ও বিজেপি কর্মীরা। দুই দিনের জন্য উৎসবের পথে পবিত্রতা বজায় রাখার জন্য এই আবেদন করা হয়েছিল।

তবে সোমবার সকালে পাল্টা আসরে তৃণমূল যুব সংগঠন, সিপিএম ও বাংলাপক্ষের কর্মীরা দোকান খোলা রাখার চেষ্টা করেন। অন্ডাল নর্থ বাজারে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজেপি মন্ডল সভাপতি রাখালচন্দ্র ঘোষ জানান, ছট পুজোতে ভক্তরা পবিত্রভাবে রাস্তা দিয়ে চলতে পারেন, সেইজন্য মাংসের দোকান বন্ধের অনুরোধ করা হয়েছিল। বিশেষ সম্প্রদায়ের লোকজন ও অন্যান্য সম্প্রদায়ের দোকানদাররা সাড়া দিয়েছেন। শুধু তৃণমূল সমর্থকেরা আপত্তি তুলেছেন।

তৃণমূল যুবনেতা শুভজিৎ কুন্ডু বলেন, বাংলার সম্প্রীতি রক্ষা করা গুরুত্বপূর্ণ। বিজেপি তা নষ্ট করার চেষ্টা করছে। সিপিএম নেতা তুফান মণ্ডল অভিযোগ করেন, দুই পক্ষই যোগসাজশে উত্তেজনা সৃষ্টি করছে। বাংলা পক্ষের অক্ষয় ব্যানার্জি বলেন, খাদ্যাভাস ব্যক্তিগত, বিজেপির এই অপসংস্কৃতিকে মানা হবে না।

অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে নজর রাখছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande