
নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু ২০২৫ সালে বাকি সমস্ত বিশ্ব ব্যাডমিন্টন ট্যুর ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সরে আসার কারণ পরবর্তী মরসুমের ইউরোপীয় পর্বের আগে পায়ের চোট থেকে সম্পূর্ণ সেরে ওঠার দিকে মনোনিবেশ দিলেন তিনি।
৩০ বছর বয়সী শাটলার জানিয়েছেন, বিখ্যাত ক্রীড়া অর্থোপেডিস্ট ডাঃ দিনশ পারদিওয়ালা সহ চিকিৎসা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমার পায়ের যে আঘাত লেগেছিল তা এখনও পুরোপুরি সেরে ওঠেনি, এবং যদিও এটি মেনে নেওয়া কখনোই সহজ নয়, আঘাত প্রতিটি ক্রীড়াবিদের যাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। এগুলো আপনার স্থিতিস্থাপকতা এবং ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু এগুলো আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য আগুনও জ্বালিয়ে দেয়, সোমবার এক বিবৃতিতে সিন্ধু বলেছেন।
২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু বলেছেন, ডক্টর ওয়েন লম্বার্ডের তত্ত্বাবধানে তার পুনর্বাসন এবং প্রশিক্ষণ ইতিমধ্যেই চলছে। আমার প্রতি তাদের বিশ্বাস আমার নিজেরও উৎসাহ জোগায়, এবং আমি ভবিষ্যতের জন্য আগের চেয়েও বেশি অনুপ্রাণিত বোধ করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি