ঝাড়গ্রামে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় সাতজন আহত
ঝাড়গ্রাম, ২৭ অক্টোবর (হি.স.) : রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় কলকাতার বেহালা এলাকার সাতজন পর্যটক আহত হয়েছেন। বাঁশপাহাড়ি থানার অন্তর্গত ময়ূরঝর্ণা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়
ঝাড়গ্রামে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় সাতজন আহত


ঝাড়গ্রাম, ২৭ অক্টোবর (হি.স.) : রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় কলকাতার বেহালা এলাকার সাতজন পর্যটক আহত হয়েছেন। বাঁশপাহাড়ি থানার অন্তর্গত ময়ূরঝর্ণা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের ওডলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে পিউ নস্কর এবং তার মেয়ে সাহির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে দুজনকেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ জানিয়েছে, শনিবার বেহালা থেকে ট্রেনে করে সাতজন পর্যটক ঝাড়গ্রামে এসেছিলেন এবং একটি বেসরকারি গেস্টহাউসে ছিলেন। রবিবার, তারা বেলপাহাড়ির কাঁকড়াঝোরা রোড থেকে বাঁশপাহাড়ির দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ময়ূরঝর্ণার কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

আহত পর্যটক বংশী মালাকার বলেন, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। জঙ্গলের মাঝখানে এমন দুর্ঘটনা আমরা কখনও কল্পনাও করিনি। স্থানীয় মানুষ, পর্যটন ব্যবসা এবং পুলিশের সহায়তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

ঝাড়গ্রাম জেলা হোটেল মালিক সমিতির সম্পাদক শিবাশীষ চ্যাটার্জী বলেন, আমরা আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করেছি। পুলিশ এবং প্রশাসনও সম্ভাব্য সকল সহায়তা প্রদান করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande