ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা অধিনায়ক হিসেবে ফিরেছেন
কেপ টাউন, ২৭ অক্টোবর (হি.স.): ১৪ নভেম্বর ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা । বাম কাফের ইনজুরি থেকে সেরে ওঠা প্রোটিয়া অধিনায়ক ডেভিড বেডিংহ্যামের স্থলাভিষিক্ত হয়েছেন।
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা অধিনায়ক হিসেবে ফিরেছেন


কেপ টাউন, ২৭ অক্টোবর (হি.স.): ১৪ নভেম্বর ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা । বাম কাফের ইনজুরি থেকে সেরে ওঠা প্রোটিয়া অধিনায়ক ডেভিড বেডিংহ্যামের স্থলাভিষিক্ত হয়েছেন।

বাভুমা সর্বশেষ জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন। দ্বিতীয় টেস্টটি ২২ নভেম্বর থেকে গুয়াহাটির এসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা এই ফর্ম্যাটে ভেন্যুটির অভিষেক ঘটাবে।

দক্ষিণ আফ্রিকা দল:

টেম্বা বাভুমা (অধিনায়ক), করবেন বোশ, ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, সাইমন হার্মার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ওয়ায়ান মুলদার, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, ট্রিস্তান স্টাবস, কাইল ভেরিনেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande