
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : জয়বাংলা। ৩-০ গোলের ব্যবধানে উদ্বোধনী খেলায় কর্ণাটককে হারিয়ে জিতল বাংলার ফুটবলাররা। কাজেই বাংলার জয়জয়কার। এদিন অভিযানের শুরুতেই বাজিমাত। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশনের তরফেও সোমবার এই খবর জানানো হয়েছে। উল্লেখ্য, সাব - জুনিয়র ফুটবলে বাংলা দলের অনায়াসেই জয়। প্রসঙ্গত, সুদূর পাঞ্জাব থেকে এদিন জয়ের খবর পৌঁছেছে কলকাতায়। অমৃতসর শহরের শ্রী গুরু হরগোবিন্দ সাহিব ফুটবল স্টেডিয়ামে এদিন খেলাটি সম্পন্ন হয়েছে। সাব - জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচেই জিতেছে বাংলার খুদে ফুটবলাররা। প্রধান কোচ - গৌতম ঘোষের প্রশিক্ষণাধীনে ওই জয় ছিনিয়ে নিয়েছে বাংলার ছেলেরা। বিপরীতে কর্ণাটককে ৩ - ০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে। প্রথম জয়সূচক গোল - ৬২ মিনিটে। গোলদাতা নমস্কার - অভিনব বিশ্বাস। বাংলা দলকে প্রথম গোল করে সে এগিয়ে দেয়। এরপর ৫ মিনিটের অপেক্ষা। ফের দ্বিতীয় গোল - ৬৭ মিনিটে, গোলদাতা প্রিয়াংশু নস্কর। বাংলার পক্ষে ব্যবধান বাড়াতে সাহায্য করে। এদিন খেলার অন্তিম লগ্নে এবং সংযোজিত সময়ে ৯৬ মিনিটে তৃতীয় গোলটি করে সাগ্নিক কুন্ডু। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, আগামী ২৯ তারিখ বুধবার অসমের বিরুদ্ধে সকাল ৯ ১০ টায় খেলতে নামছে বাংলা দল ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত