
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : জাগো নারী জাগো বহ্নিশিখা - নারী নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের আহ্বানে ৭ দিনের অঙ্গীকার যাত্রার ঘোষণা করা হয়েছে। এদিন প্রেস ক্লাব, কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। সমাজকর্মী কল্পনা দত্ত এদিন জানান - কোচবিহার, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও কাকদ্বীপ থেকে রাজ্য জুড়ে চারটি অধিকার যাত্রার সূচনা হবে। উদ্যোক্তারা জানান, সপ্তাহব্যাপী ওই চার অঙ্গীকার যাত্রার পুরোভাগে মহিলারা থাকবেন। মিছিল, প্রতিবাদ, সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি চূড়ান্ত হয়েছে। প্রতিটি'তে ২০০ জন করে এবং উত্তরবঙ্গের মিছিলে ২৫০ জন মহিলা উপস্থিত থাকার সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে গৃহীত হয়েছে। প্রান্ত থেকে কলেজ স্কোয়ারে তা শেষ হবে। সাগর থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মহিলারা সামিল হতে চলেছেন। আগামী ৯ ডিসেম্বর সূচনা এবং সপ্তাহব্যাপী অভিযানের পর আগামী ১৬ ডিসেম্বর চার প্রান্তের আগত মিছিল শ্যামবাজার ৫ মাথার মোড়ে যুক্ত হবে। এরপর বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে কলেজ স্ট্রিটে সমাপ্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন - অধ্যক্ষা মৈত্রেয়ী বর্ধন রায়, অভিনেত্রী শতরূপা সান্যাল, খেলোয়াড় কুন্তলা ঘোষ দস্তিদার, আইনজীবী দেবযানী সেনগুপ্ত, চিকিৎসক ডা. নাসরিন আলি, অধ্যাপিকা (ডা.) নুপূর ব্যানার্জি, অধ্যাপিকা শাশ্বতী ঘোষ, সিস্টার ভাস্বতী মুখার্জি, অনীতা রায় প্রমুখ ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত