
মুম্বই, ২৮ অক্টোবর (হি.স.) : হর্ষবর্ধন রানে এবং সোনম বাজওয়ার রোমান্টিক-ড্রামা এক দিওয়ানে কি দিওয়ানিয়ত সিনেমা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মন জয় করে নিয়েছে। দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়া এই ছবিটি কেবল দর্শকদের মনোরঞ্জনই করেনি, বরং বক্স অফিসে তার অবস্থান ধরে রেখেছে। সপ্তম দিনে বক্স অফিসে ৩.৩৫ কোটি টাকা আয় করেছে। মঙ্গলবার বক্স অফিস সূত্রে জানা গেছে, প্রথম দিনে ছবিটির ওপেনিং ছিল ৯ কোটি টাকা , দ্বিতীয় দিনে আয় করেছে ৭.৫০ কোটি টাকা , তৃতীয় দিনে ৬ কোটি টাকা, চতুর্থ দিনে ৫.৫ কোটি টাকা ,পঞ্চম দিনে ৬.২৫ কোটি টাকা, ষষ্ঠ দিনে ৬.৭৫ কোটি টাকা । এর ফলে ছবিটির সাত দিনের মোট আয় ৪৪.৮৫ কোটিতে পৌঁছেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন