বিএলও : নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরব শুভেন্দু
কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগ নিয়ে নানা অনিয়মের অভিযোগে একাধিক বার সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার নাম নির্দিষ্ট করে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি। সমাজমাধ্যমে সোমবার তিনি অভিযোগ করেন, পশ্চি
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগ নিয়ে নানা অনিয়মের অভিযোগে একাধিক বার সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার নাম নির্দিষ্ট করে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি।

সমাজমাধ্যমে সোমবার তিনি অভিযোগ করেন, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার সান্দাউলি ২৪ নম্বর বুথে শুদ্ধদেব মহাপাত্র নামের এক প্যারা-টিচারকে বিএলও নিয়োগ করা হয়েছে। যিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ। ওই বুথেই স্কুল শিক্ষক ভোলানাথ কুইল্যা এবং শুভেন্দু দোলুই নামের দু’জন প্রাথমিক শিক্ষক রয়েছেন। এ ছাড়া অনিমা নায়েক এবং মিনতি ঘড়াই নামের দুই আইসিডিএস কর্মী রয়েছেন। যাঁরা বিএলও হতে পারতেন। এই বিষয়টি রাজ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) নজরে এনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন শুভেন্দু। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত ওই বিএলও-কে সরিয়ে তাঁর জায়গায় অন্য যোগ্য ব্যক্তিকে আনার দাবিও তুলেছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande