নির্বাচনী ইস্তেহার প্রকাশ মহাজোটের, বিহারের জনগণকে একগুচ্ছ প্রতিশ্রুতি
পাটনা, ২৮ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো মহাজোট। ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তেহারে আশ্বাস দেওয়া হয়েছে, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার সুরক্ষিত করা হবে। ওয়াকফ স
নির্বাচনী ইস্তেহার প্রকাশ মহাজোটের, বিহারের জনগণকে একগুচ্ছ প্রতিশ্রুতি


পাটনা, ২৮ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো মহাজোট। ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তেহারে আশ্বাস দেওয়া হয়েছে, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার সুরক্ষিত করা হবে। ওয়াকফ সংশোধনী বিল স্থগিত রাখা হবে এবং ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনাকে আরও কল্যাণমুখী এবং স্বচ্ছ করে উপকারী করা হবে। বুদ্ধগয়ায় অবস্থিত বৌদ্ধ মন্দিরের ব্যবস্থাপনা বৌদ্ধ সম্প্রদায়ের জনগণের হাতে হস্তান্তর করা হবে।

এছাড়াও ইস্তেহারে জানানো হয়েছে, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যে সকল ফসল ক্রয়ের নিশ্চয়তা দেওয়া হবে, এবং মান্ডি ও বাজার কমিটি পুনরুজ্জীবিত করা হবে। বিভাগীয়, মহকুমা এবং ব্লক স্তরে মান্ডি খোলা হবে। এপিএমসি আইন পুনর্বহাল করা হবে। জনস্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে প্রত্যেক ব্যক্তিকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা প্রদান করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। জনসংখ্যার অনুপাতে ৫০% সংরক্ষণের সীমা বৃদ্ধির জন্য, সংবিধানের নবম তফসিলে অন্তর্ভুক্তির জন্য আইনসভা কর্তৃক পাস করা একটি আইন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।

পঞ্চায়েত এবং পৌর সংস্থাগুলিতে সর্বাধিক অনগ্রসর শ্রেণীর জন্য বর্তমান ২০% সংরক্ষণ ৩০% এ উন্নীত করা হবে। তফসিলি জাতিদের জন্য, এই সীমা ১৬% থেকে বাড়িয়ে ২০% করা হবে এবং তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণের আনুপাতিক বৃদ্ধিও নিশ্চিত করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande