নীতীশ কুমারকে পুতুলের মতো ব্যবহার করছে এনডিএ : তেজস্বী যাদব
পাটনা, ২৮ অক্টোবর (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, নীতীশ কুমার এনডিএ-তে পুতুলের মতো। বিজেপি কেবল বিহারের মুখ্যমন্ত্রী নীত
তেজস্বী যাদব


পাটনা, ২৮ অক্টোবর (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, নীতীশ কুমার এনডিএ-তে পুতুলের মতো। বিজেপি কেবল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মুখ ব্যবহার করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই নিশ্চিত করেছেন, নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হবেন না। নির্বাচনের পর বিজেপি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে না। ইন্ডি জোট আমাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করেছে, কিন্তু এনডিএ তাঁদের মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তা ঘোষণা করার জন্য একটিও সংবাদ সম্মেলন করেনি।

মঙ্গলবার তেজস্বী যাদব আরও বলেন, যদি আপনি এনডিএ নেতাদের বক্তৃতা শোনেন, তাহলে সেখানে কেবল নেতিবাচকতাই দেখা যাচ্ছে। বিহারকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে কেউ কিছু বলছে না। তেজস্বী আরও বলেন, আমরা দেখেছি, বিহারে প্রথমবারের মতো, ১,৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হচ্ছে। আমরা এটাও জানি যে দুই-তিন দিন আগে কী নির্দেশনা দেওয়া হয়েছিল। সংবিধানের কাছে শপথ নেওয়া সমস্ত অফিসারদের আমি বিনীতভাবে বলতে চাই: কারও অন্যায় আদেশ পালন করবেন না, স্বৈরাচারী আচরণ করবেন না, অসৎ হবেন না এবং ভোট চুরি করবেন না। এবার, বিহারের জনগণ, মহাজোটের আমরা সকলেই সতর্ক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande