ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ওড়িশা সরকার
ভুবনেশ্বর, ২৮ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় মন্থার আছড়ে পড়ার পর দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ওড়িশা সরকার। পাশে থাকার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকারও। মঙ্গলবার সকাল থেকেই তীব্র ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে ওড়িশায়। মুখ্যমন্ত
ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ওড়িশা সরকার


ভুবনেশ্বর, ২৮ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় মন্থার আছড়ে পড়ার পর দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ওড়িশা সরকার। পাশে থাকার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকারও। মঙ্গলবার সকাল থেকেই তীব্র ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে ওড়িশায়। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এদিন ভুবনেশ্বরে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন, যেখানে ‘মন্থা’-র জন্য রাজ্যের প্রস্তুতি মূল্যায়ন করা হয়েছে।

ওড়িশা সরকার তীব্র ঘূর্ণিঝড় ‘মন্থা’-এর প্রকোপে রাজ্যে যাতে কনো হতাহতের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে বলেছেন। ১,৮৭১ জন গর্ভবতী মহিলা-সহ ১১,০০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন আটটি রেড জোন জেলা, মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, গঞ্জাম, গজপতি, কন্ধমাল, কালাহান্ডি এবং নবরঙ্গপুরের উপর নজর দিচ্ছে, যেগুলি তীব্র ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande