হিমাচলে শীতের আমেজ, পাহাড়ি জনজীবনে প্রভাব
শিমলা, ২৮ অক্টোবর (হি.স.) : হিমাচল প্রদেশে দিন রোদ থাকলেও রাতের ঠান্ডা বেড়ে চলেছে। লাহৌল-স্পিতি জেলায় পারদ শূন্যের নিচে নেমে যাওয়ায় জনজাতি এলাকার জলস্রোত জমতে শুরু করেছে। কেলংয়ে সোমবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.১ ডিগ্রি সেলসিয়াস, হ
হিমাচলে নেমেছে শীতের আমেজ,প্রভাব পাহাড়ি জনজীবনে


শিমলা, ২৮ অক্টোবর (হি.স.) : হিমাচল প্রদেশে দিন রোদ থাকলেও রাতের ঠান্ডা বেড়ে চলেছে। লাহৌল-স্পিতি জেলায় পারদ শূন্যের নিচে নেমে যাওয়ায় জনজাতি এলাকার জলস্রোত জমতে শুরু করেছে। কেলংয়ে সোমবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.১ ডিগ্রি সেলসিয়াস, হিমাচল রাজ্যের মধ্যে সবচেয়ে ঠান্ডা স্থান।

শিমলা, কুফরি, নারকান্ডা ও মানালিতেও পারদ দ্রুত নামছে। সোমবার রাতে শিমলায় তাপমাত্রা ছিল ৯.৬ এবং মানালিতে ৬.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ৩ নভেম্বর পর্যন্ত রাজ্যে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হবে না। দিনে রোদ থাকলেও সকাল-সন্ধ্যায় ঠান্ডা আরও বাড়বে বলে পূর্বাভাস।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande