
আগরতলা, ২৮ অক্টোবর (হি.স.) : রাজধানীর পূর্ব থানাধীন শিবনগর এলাকায় এদিন অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল গোটা এলাকা। মঙ্গলবার দুপুরে মর্ডান ক্লাব সংলগ্ন প্রমোদ করের বাড়িতে গ্যাসের রেগুলেটর পরীক্ষা করতে গিয়ে আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ।
খবর পেয়ে দমকল বিভাগের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। দমকল সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডারে রেগুলেটর লাগিয়ে চুল্লিতে অগ্নিসংযোগ করার সময়ই আগুন ফিরে আসে সিলিন্ডারে, ফলে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তবে দমকল কর্মীদের দ্রুত তৎপরতায় সিলিন্ডার বিস্ফোরণের আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল কর্মীরা জানান, সামান্য বিলম্ব হলেই বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারত, তাতে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা ছিল। প্রমোদ করের বাড়িতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বড় বিপদের কারণ হতে পারত বলে মনে করছেন স্থানীয়রা। তারা দমকল বিভাগের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
দমকল কর্মীদের পরামর্শ — গ্যাস সিলিন্ডার বা রেগুলেটর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুধুমাত্র দক্ষ ব্যক্তির দ্বারাই করা উচিত, নইলে যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ