নেশা মুক্ত ভারত গঠনে সাব্রুমে সচেতনতামূলক কর্মসূচি
সাব্রুম (ত্রিপুরা), ২৯ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার অন্তর্গত ভূমিহীন টিলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বুধবার ''কুমকুম গ্রামীণ সংগঠন'' -এর উদ্যোগে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক কর্মসূচি। “নেশামুক্ত ভারত গঠন” কর্মসূচির অঙ্গ হিস
সাব্রুমে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত


সাব্রুম (ত্রিপুরা), ২৯ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার অন্তর্গত ভূমিহীন টিলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বুধবার 'কুমকুম গ্রামীণ সংগঠন' -এর উদ্যোগে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক কর্মসূচি। “নেশামুক্ত ভারত গঠন” কর্মসূচির অঙ্গ হিসেবে এই দিনটির কর্মসূচিতে স্থান পায় স্বাস্থ্য সচেতনতা, নেশা বিরোধী প্রচার, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং নারী ক্ষমতায়ন সম্পর্কিত নানা আলোচনা।

অনুষ্ঠানের সূচনা হয় গাছের চারায় জল সিঞ্চনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুমের এসডিপিও নিত্যানন্দ সরকার, ডিসিএম রতন দাস, দমদমা পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জিত সিং সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অতিথিরা সমাজের ক্রমবর্ধমান নেশা প্রবণতা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা সবাই মত প্রকাশ করেন যে, সমাজ থেকে নেশা ও কুসংস্কার দূর করতে হলে পরিবার ও বিদ্যালয়—উভয়েরই সক্রিয় ভূমিকা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়াই নেশামুক্ত সমাজ গঠনের মূল চাবিকাঠি বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছাত্র-ছাত্রীরা গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিতদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং সবাইকে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

'কুমকুম গ্রামীণ সংগঠন'-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন ও সচেতনতার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande