
প্রয়াগরাজ, ২৯ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজে গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার ক্যান্ট পুলিশ স্টেশন এলাকার অন্তর্গত চৌফাটকার কাছে। গুরুতর আহত আরও ৪ জন।
এক পুলিশ আধিকারিক জানান , মৃতের পরিচয় এখনও জানা যায়নি। বুধবার চৌফাটকার কাছে নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন বাইক আরোহী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন