
আম্বালা, ২৯ অক্টোবর (হি.স.): হরিয়ানার আম্বালায় রাফাল যুদ্ধবিমান চড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিংও অন্য একটি বিমানে উড়েছেন। রাষ্ট্রপতি যে বিমানে ছিলেন, সেই বিমানের পাইলট হলেন গ্রুপ ক্যাপ্টেন অমিত গেহানি। তিনি ভারতীয় বিমান বাহিনীর ১৭ নম্বর স্কোয়াড্রন, গোল্ডেন অ্যারোস-এর কমান্ডিং অফিসার (সিও)ও। এদিন সকালে আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা