বিজেপির অভ্যন্তরীণ বিরোধ মেটাতে আগরতলায় দলের কোর কমিটির জরুরি বৈঠক
আগরতলা, ২৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার রাজনীতিতে সাম্প্রতিককালে সৃষ্ট একাধিক বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে আজ বুধবার আগরতলায় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে দলের কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী
কোর কমিটির বৈঠকের পর বিজেপি নেতৃত্ব


আগরতলা, ২৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার রাজনীতিতে সাম্প্রতিককালে সৃষ্ট একাধিক বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে আজ বুধবার আগরতলায় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে দলের কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লবকুমার দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব। এছাড়া বৈঠকে যোগ দেন বিজেপির উত্তর-পূর্বাঞ্চলীয় সমন্বয়কারী ডা. সম্বিত পাত্র এবং রাজ্য পর্যবেক্ষক ডা. রাজদীপ রায়।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সাম্প্রতিককালে দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে এমন একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল এক জনসভায় বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেনের বিপ্লবকুমার দেব এবং প্রতিমা ভৌমিককে নিয়ে কটূক্তি, মন্ত্রী সুধাংশু দাসের ‘কমিশন’ সংক্ৰান্ত এক মন্তব্য, শান্তিরবাজারে সহিংসতার ঘটনায় প্রতিমা ভৌমিকের পুলিশের প্রতি ব্যঙ্গাত্মক মন্তব্য এবং মুখ্যমন্ত্রীর ‘দাদা সুরক্ষা’ মন্তব্য। এ সব বিষয় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

দল ইতিমধ্যেই বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সূত্রের খবর।

কেন্দ্রীয় নেতৃত্বের নজরে রাজ্যে দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে ডা. সম্বিত পাত্র আগরতলায় এসে বৈঠকের মাধ্যমে সমস্যা নিরসনের চেষ্টা করেন। বৈঠকে বিজেপি এবং তাদের জোটশরিক তিপ্রা মথার মধ্যে সৃষ্ট মতপার্থক্য নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা নিজের অফিশিয়াল সোশাল মিডিয়ায় বৈঠকের একটি ছবি শেয়ার করেন, যেখানে রাজীব ভট্টাচার্য, বিপ্লবকুমার দেব, প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতনলাল নাথ, ডা. সম্বিত পাত্র এবং ডা. রাজদীপ রায়কে একসঙ্গে দেখা গেছে, যা দলীয় ঐক্যের বার্তা বহন করছে।

এদিকে, রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে সম্ভাব্য মন্ত্রিসভা রদবদল নিয়ে। একাধিক সূত্রের দাবি, একজন মন্ত্রীকে বাদ দেওয়া হতে পারে এবং নতুন মুখ যুক্ত হতে পারেন। অন্যদিকে, আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে তিপ্রা মথার সক্রিয়তা বিজেপির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande