পার্ক সার্কাসে ভয়াবহ দুর্ঘটনা, বাতিস্তম্ভে ধাক্কা ডাম্পারের, দুমড়ে গেল অ্যাপ ক্যাব
কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনা হয় পার্ক সার্কাসে। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে উলটে যায় একটি ডাম্পার। অভিঘাতে মাটি থেকে উপড়ে ঢুকে যায় বাতিস্তম্ভ পাশেই থাকা একটি ক্যাবের ভিতরে। কেউ হতাহত না হলেও ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয়।
পার্ক সার্কাসে ভয়াবহ দুর্ঘটনা, বাতিস্তম্ভে ধাক্কা ডাম্পারের, দুমড়ে গেল অ্যাপ ক্যাব


কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনা হয় পার্ক সার্কাসে। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে উলটে যায় একটি ডাম্পার। অভিঘাতে মাটি থেকে উপড়ে ঢুকে যায় বাতিস্তম্ভ পাশেই থাকা একটি ক্যাবের ভিতরে। কেউ হতাহত না হলেও ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয়। তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

সকালে পার্ক সাকার্সের চার নম্বর ব্রিজে সায়েন্স সিটি যাওয়ার পথে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বাতিস্তম্ভে ধাক্কা মেরে উলটে যায়। অভিঘাতে একটি গাড়ির কাচ ভেঙে বাতিস্তম্ভের একাংশ গাড়ির ভিতরে ঢুকে যায়। গাড়িটিতে এক যুবক একাই ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসেন পুলিশ আধিকারিকরা। যানজট তৈরি হয়। ডাম্পারটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। যান নিয়ন্ত্রণ করে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande